আওয়ামী লীগ প্রার্থীদের পক্ষে নৌকা প্রতীকে ভোট চাইতে চট্টগ্রামে আসছেন চিত্রনায়ক ফেরদৌস-রিয়াজসহ দেশখ্যাত একঝাঁক অভিনয় শিল্পী। আজ সকাল ৯টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করবে টিমটি। পথিমধ্যে দাউদকান্দি, কুমিল্লা ও চট্টগ্রামের কয়েকটি পয়েন্টে প্রচারণায় অংশ নিবেন রিয়াজ-ফেরদৌসরা। আজ ও আগামীকাল (বৃহস্পতিবার) চট্টগ্রাম মহানগর ও রাঙ্গুনিয়ায় নির্বাচনী প্রচার অভিযানে অংশগ্রহণ করবেন তাঁরা। পুরো টিমের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
দলীয় সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রচার উপ-কমিটির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ প্রচারণা চালানো হচ্ছে। প্রচার টিমটি যাত্রাপথে কুমিল্লার দাউদকান্দি, চৌদ্দগ্রাম, ফেনী, মিরসরাইয়ে প্রচারণা শেষে চট্টগ্রামে রাত্রি যাপন করবে। বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলামের নেতৃত্বে চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ, শাকিব খান, শাওন, মাহফুজ, নায়িকা অরুনা বিশ্বাস, সুমি কায়সার, তারিন, জ্যোতিকা জ্যোতি, সুইটি, মনিরা মেরী প্রচারণায় অংশ নিবেন। তাঁরা চট্টগ্রামে পৌঁছেই প্রচারণায় নেমে পড়বেন। নগর আওয়ামী লীগের শীর্ষ নেতা ও নগরের তিন আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এমএ লতিফ, আফসারুল আমিন এবং ব্যারিস্টার মহিবুল হাসান নওফেলের সাথে আলোচনা করেই প্রচারণার কৌশল নির্ধারণ করবেন তাঁরা।
বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন পূর্বদেশকে বলেন, ‘একঝাঁক অভিনয় শিল্পী আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার সাথে যুক্ত আছেন। ধারাবাহিক প্রচারণার অংশ হিসেবে দাউদকান্দি, কুমিল্লা ও চট্টগ্রামে প্রচারণায় আসছেন দেশের সাড়া জাগানো নায়ক-নায়িকারা। ঢাকা থেকে রওনা হয়ে পথে কয়েকটি পয়েন্টে পথসভা করবেন। এরপর চট্টগ্রাম মহানগরের তিন আসন ও রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ প্রার্থীর জন্য নৌকা প্রতীকে সবাই মিলে ভোট চাইবেন।’
জানা যায়, নির্বাচনী প্রচারণা শুরুর প্রথমদিন থেকে মাঠঘাট চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। আওয়ামী লীগ প্রচারণার অংশ হিসেবে এবার প্রথম থেকেই মাঠে নামিয়েছেন নায়ক-নায়িকা, কন্ঠশিল্পী ও কলারকৗশলীদের। তাঁরা নৌকার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা কন্টেইন ব্যবহার করে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন। ইতোমধ্যে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের প্রথম নির্বাচনী জনসভাতেও সরাসরি বক্তব্য দিয়েছেন চিত্রনায়ক রিয়াজ-ফেরদৌস।
জনসভায় বক্তব্যকালে চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘বাংলাদেশে যে উন্নয়নের ধারা তৈরি হয়েছে, এই ধারায় আমরা হাঁটছি। প্রধানমন্ত্রীকে আমরা প্রচন্ড ভালোবাসি। আমার মনে হয় উনি যদি আগামীতে প্রধানমন্ত্রী না হন, তবে বাংলাদেশ এভাবে এগিয়ে যেতে পারবে না। তাই শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে আমরা নৌকায় ভোট চাই।’
চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা বাংলাদেশের ১৮ কোটি মানুষকে বিনোদন দিয়ে আসছি। আমি মনে করি আগামীতে বাংলাদেশ স্বাধীনতার পক্ষের শক্তিকে দেখতে চায়, আপনারা যারা নতুন ভোটার আছেন তারা স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দিন। কারণ, এই উন্নয়নের ধারা বজায় রাখতে শেখ হাসিনার সরকার বারবার দরকার। তাই নৌকায় ভোট দিন।’