চট্টগ্রাম আয়কর বিভাগের উদ্যোগে গতকাল নগরীর পিএইচপি কর ভবনে ‘আয়কর তথ্য সেবা মাস-২০২৪’ এর উদ্বোধন করা হয়। কর অঞ্চল-২, চট্টগ্রাম এর কর কমিশনার মো. আবদুস সোবহান উৎসবমুখর পরিবেশে এ সেবা কার্যক্রম উদ্বোধন করেন।
প্রতিবছরের মত এ বছরও জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় করদাতাদের আয়কর রিটার্ন দাখিল ও আয়কর প্রদান সহজ করার জন্য আয়কর বিভাগ চট্টগ্রাম এ আয়োজন করেছে। করদাতারা যেন সহজে তাদের আয়কর রিটার্ন দাখিল করতে পারেন, সেজন্য সার্কেল ভিত্তিক আলাদা রিটার্ন দাখিল বুথ এবং কর প্রদান প্রক্রিয়া সহজ করতে রূপালী ব্যাংকের একটি বুথের ব্যবস্থা রাখা হয়েছে।
এ বছর করদাতাদের অনলাইনে রিটার্ন দাখিলে উৎসাহিত করতে অনলাইন রিটার্ন হেল্পডেস্ক চালু করা হয়েছে, যেখান থেকে করদাতারা অনলাইন রিটার্ন দাখিল সংক্রান্ত যেকোন তথ্য জানতে পারবেন। পাশাপাশি অনলাইন রিটার্ন হেল্পডেস্ক থেকে অনলাইন রিটার্ন দাখিলের জন্য অনলাইন রেজিস্ট্রেশন সেবাও প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর আপিল অঞ্চল চট্টগ্রামের কর কমিশনার শামিনা ইসলাম, কর অঞ্চল-৪ চট্টগ্রামের সম্মানিত কর কমিশনার আয়শা সিদ্দিকা শেলী, কর অঞ্চল-৩ চট্টগ্রামের কর কমিশনার মো. মনজুর আলমসহ আয়কর বিভাগ চট্টগ্রামের সকল কর অঞ্চল সমূহের অতিরিক্ত কর কমিশনার, যুগ্ম কর কমিশনার, উপ কর কমিশনার, সহকারী কর কমিশনার সহ আয়কর বিভাগ চট্টগ্রামের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি আলহাজ মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক বাকাউল্লা চৌধুরী (ইরান)। বিজ্ঞপ্তি