চট্টগ্রামে আজ যুবদলের দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি

2

নিজস্ব প্রতিবেদক

১৬ বছর ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি প্রত্যেক জায়গা থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তরুণ প্রজন্মের কাছে জিয়ার স্মৃতি বিজড়িত স্থানগুলো নতুন করে পরিচয় করিয়ে দিতে যুবদল কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
গতকাল শুক্রবার বিকালে নগরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুবদলের ঘোষিত আজ শনিবারের কর্মসূচি পালন উপলক্ষে এ মতবিনিময় সভার ্আয়োজন করা হয়।
আব্দুল মোনায়েম মুন্না বলেন, ৭ নভেম্বর শুধু একটি দিবস নয়। বাংলাদেশের অস্তিত্বের সাথে ৭ নভেম্বর জড়িত। গত ১৬ বছরে আমরা যথাযথভাবে দিবসটি পালন করতে পারিনি। এবার বৃহৎ পরিসরে উদ্যোগ নেয়া হয়েছে। শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত চট্টগ্রামে আমরা এবার কর্মসূচি পালন করবো। নতুন প্রজন্মের সামনে শহীদ জিয়ার স্মৃতি তুলে ধরার জন্য এ উদ্যোগ।
তিনি বলেন, চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত হলেও নেতৃত্বের বিলুপ্তি হয়নি। নেতৃত্বের ধারাবাহিকতা অব্যাহত আছে। যেকোনো ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হচ্ছে। কমিটি বিলুপ্তহ হলেও কর্মকান্ড থেমে নেই। সফল নেতৃত্বে উঠে দাঁড়াবে। কমিটি না থাকায় কর্মকান্ডে কোনো বাধা আসবে না।
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, বিগত সরকার শহীদ জিয়ার স্মৃতি মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। ইতিহাস থেকে শহীদ জিয়ার নাম মুছে ফেলা হয়। আব্দুল হামিদ খান ভাসানি, ফজলুল হক এদের নামও মুছে ফেলা হয়। শুধু একজনের নাম রাখতে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকার অপচয় করা হয়। চট্টগ্রাম শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত স্থান। আমরা আগামী প্রজন্মের কাছে জিয়ার স্মৃতি বিজড়িত প্রতিটি স্থান তুলে ধরতে চাই।
এতে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, সাবেক সহ সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ মুন্না, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জাহিদ হাসান, কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভ‚ঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম, দক্ষিণ জেলার সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক মো. আজগর, উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরীসহ চট্টগ্রাম বিভাগীয় অন্যান্য জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের কর্মসূচি :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে আজ নানা কার্যক্রম পরিচালনা করবে দলটি। সকাল ৮ টায় রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন, সাড়ে ১০ টায় কালুঘাট বেতার কেন্দ্রে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দুপুর ১২ টায় শহীদ জিয়া স্মৃতি যাদুঘর এ কোরআনখানি ও দোয়া মাহ্ফিল, বেলা ২ টায় বিপ্লব উদ্যানে চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বিকাল ৩ টায় বিপ্লব উদ্যোনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে কালুরঘাট বেতার কেন্দ্র অভিমুখে ‘যুব পদযাত্রা’ করবে দলটি। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।