নিজস্ব প্রতিবেদক
ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় করতে চট্টগ্রামে এসেছেন প্রধান নির্বাচন কমিশনার এএএম নাছির উদ্দিন। গতকাল রবিবার সন্ধ্যায় সিইসি চট্টগ্রামে আসেন। আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সকলস্তরের নির্বাচন কর্মকর্তাদের সাথে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় মিলিত হয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিবেন। একইদিন বিকাল ৩ টায় চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করবেন সিইসি।
সিইসির এই আগমনকে ঘিরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ব্যস্ততা বেড়েছে। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির তথ্য সংগ্রহ ও রেজিস্ট্রেশনে পরিকল্পনা প্রণয়ন করেছে। চট্টগ্রামের ২১টি উপজেলা ও থানা নির্বাচন এলাকায় বর্তমান ভোটার, নিবন্ধনে কত দিন সময় লাগবে, কতটি টিম কাজ করবে, বিশেষ ফরম বাছাইয়ে কত সময় লাগতে পারে, উপজেলা থেকে উপজেলায় গমনের সময় নির্ধারণ করেই এ পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। সভায় বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বলে মনে করা হচ্ছে।