চট্টগ্রামে অনলাইনে আয়কর রিটার্ন, কর তথ্য সেবা কেন্দ্র

2

আয়কর প্রশাসন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে ‘অনলাইনে রিটার্ন দাখিল ও কর তথ্য সেবা কেন্দ্র-২০২৪’ এর উদ্বোধন করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম আয়কর বিভাগ আগ্রাবাদস্থ সরকারি কার্যভবন-১ এর নিচ তলায় সেবা কেন্দ্রটি চালু করে।
করদাতারা ঘরে বসে যেন অনলাইনে নিজেদের রিটার্ন দাখিল করতে পারেন সে জন্য জাতীয় রাজস্ব বোর্ড দেশব্যাপী এই উদ্যোগ গ্রহণ করে। এর ফলে করদাতারা ঝামেলামুক্তভাবে নিজের রিটার্ন নিজেই স্বল্প সময়ে দাখিল করতে পারবেন। এ জন্য করদাতাদের আয়কর অফিসে সশরীরে যেতে হবে না। এমনকি প্রদেয় আয়কর বিকাশ, নগদ এবং এ-চালানের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। ফলে তারা সময় ও অর্থের সাশ্রয় করতে পারবেন। করদাতারা দিন-রাত ২৪ ঘন্টা এ সেবা পাবেন। এজন্য হটলাইন সার্ভিসও চালু করা হয়েছে। এছাড়াও etaxnbr.gov.bd- তে লগ ইন করেও সেবা গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে কোনো সহায়তা প্রয়োজন হলে হটলাইনে যোগাযোগ করে পরামর্শ গ্রহণ করা যাবে। সেবা কেন্দ্রে উপস্থিত হয়েও সেবা গ্রহণ করতে পারবেন।
সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান চট্টগ্রাম সফরকালে এই বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এরই আলোকে কর বিভাগ চট্টগ্রামে নানান কর্মসূচি গ্রহণ করে।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম আয়কর বিভাগের সম্মেলন কক্ষ সাম্পানে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় কর অঞ্চল-২ চট্টগ্রামের কর কমিশনার মো. আবদুস সোবহান সভাপতিত্ব করেন। সভায় অন্যান্যের মধ্যে কর আপীল অঞ্চল, চট্টগ্রামের কর কমিশনার শামিনা ইসলাম, কর অঞ্চল-৩, চট্টগ্রামের কর কমিশনার মো. মঞ্জুর আলম, কর অঞ্চল-৪, চট্টগ্রামের কর কমিশনার আয়শা সিদ্দিকা শেলী, দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল হোসেন এবং চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি আবু তাহের সভায় বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কর অঞ্চল-১ চট্টগ্রামের অতিরিক্ত কর কমিশনার মো. আশরাফুল ইসলাম। বিজ্ঞপ্তি