চট্টগ্রামের ১০ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

19

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম পর্যায়ে চট্টগ্রামসহ সারা দেশের ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। গতকাল সোমবার বিকেলে গুলশান কার্যালয়ে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ তালিকায় চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১০টিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকি আসনগুলো শিগগিরই চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। বাঘা বাঘা নেতারাও এবার প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন।
নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ আলোচনা, পর্যবেক্ষণ ও মূল্যায়নের পর প্রার্থী ঠিক করেছে দলটি। প্রার্থী ঘোষণার আগে প্রায় পাঁচ ঘণ্টার বৈঠকে যুক্ত ছিলেন স্থায়ী কমিটির সদস্যরা। লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠক পরিচালনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি মাঠে ঐক্য ও জনসংযোগ বাড়ানোর নির্দেশনা দেন নেতাদের।

চট্টগ্রামে মনোনয়ন পেলেন যারা : চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে নুরুল আমিন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) আসনে কাজী সালাহউদ্দিন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মীর মো. হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনে এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১০ (চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একাংশ) আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে এনামুল হক এনাম, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।দলীয় সূত্র জানায়, চট্টগ্রামে মনোনয়ন নির্ধারণে মাঠের জনপ্রিয়তা, সংগঠনের সঙ্গে সেতুবন্ধন, কমিটিতে সক্রিয়তা এবং এলাকায় গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। নির্বাচনের আগে দলকে আরও সুসংগঠিত করতে নেতাকর্মীদের মাঠে থাকতে বলা হয়েছে।
চট্টগ্রামের রাজনীতিতে বিএনপির এই প্রার্থী তালিকা নতুন সমীকরণ তৈরি করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, কেন্দ্রীয় সিদ্ধান্তে তৃণমূলে ইতিবাচক সাড়া পড়েছে এবং এর প্রভাব আগামী দিনগুলোতে আরও দৃশ্যমান হবে।