অলিম্পিক এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে অংশগ্রহণকারী চট্টগ্রাম জেলা হকি দলের খেলোয়াড় গোল রক্ষক: জনি দাশ, ইমরান, পলাশ, জে.বি. আর, আসিফ ও সাইমন। রক্ষণ ভাগ: মিজান, টিটু, মাহবুব, বেলাল, ফরহাদ, প্রিতম দাশ, ইরফান, প্রমোদ দেওয়ান, ইমন, সাজ্জাদ, জেকসন, রুবেল, নাহিদ ও রাসেল। মধ্যমাঠ: শিমুল, রায়হান, রাজিব দাশ, সাদী, মিনহাজ, ছোটন, ইজমান, সাইদুর, সবুজ, অভয়, বিদর্শন, বিশাল, সজিব মান্নান ও নিলেশ বৈদ্য। আক্রমণভাগ: জয় চক্রবর্তী, সাকিব, শহিদুল, অর্পন দাশ, কফিল, সৌরভ, সৈকত, শয়ন দাশ ও জুয়েলকে খেলার সরঞ্জামসহ আজ ১৫ মার্চ বিকাল ৪ টায় এমএ আজিজ স্টেডিয়ামে উপস্থিত হয়ে দলের ম্যানেজার নিজামউদ্দিন নিজু (মোবাইল ০১৭২৬-০৩৭২২৫) এর নিকট রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি