নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের জামালখানে বাংলাদেশের প্রথম স্ট্রীট ‘বুক এক্সচেঞ্জ কর্ণার’ উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল শনিবার সকালে এ কর্ণার উদ্বোধন করেন তিনি। ক্লিন বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় ও অন্ত্যমিল প্রকাশনীর তত্ত্বাবধানে এই কর্ণার পরিচালিত হবে।
এসময় সিটি মেয়র ডা. শাহাদাত বলেন, এটি চট্টগ্রামের বইপ্রেমীদের জন্য এক অনন্য উদ্যোগ। এই বুক এক্সচেঞ্জ কর্ণারে সততার ভিত্তিতে বই বিনিময় করা যাবে। একটি বই রেখে আরেকটি বই নেওয়ার মাধ্যমে একজনের জ্ঞান অন্যের কাছে পৌাঁবে। সততাই হবে এই উদ্যোগের মূল চালিকা শক্তি।
তিনি আরো বলেন, একটি শহরকে পরিচ্ছন্ন রাখতে যেমন সচেতনতা প্রয়োজন, তেমনি মানুষের চিন্তাধারার বিকাশে বইয়ের গুরুত্ব অপরিসীম। ক্লিন বাংলাদেশের এই উদ্যোগ বইপ্রেমীদের মধ্যে পাঠচর্চার নতুন দিগন্ত উন্মোচন করবে। ক্লিন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি শওকত হোসেন জনির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অন্ত্যমিল প্রকাশনীর তানভীর রিসাত। উদ্যোক্তারা জানান, এই বুক এক্সচেঞ্জ কর্ণারটি সবার জন্য উন্মুক্ত থাকবে। পাঠকেরা এখানে এসে স্বেচ্ছায় বই রেখে অন্যদের পড়ার সুযোগ করে দিতে পারবেন। বারকোড স্ক্যান করে সহজেই বুক এক্সচেঞ্জের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। বই পড়ার প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে এই উদ্যোগ নগরবাসীর মধ্যে দারুণ সাড়া ফেলবে বলে আয়োজকরা আশাবাদী।