সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তার এবং তাকে কারাগারে পাঠানোর সময় চট্টগ্রামে সহিংসতার ঘটনা নিয়ে আলোচনার মধ্যেই বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন নিষিদ্ধের দাবিতে হাই কোর্টে রিট আবেদন করেছেন এক আইনজীবী। চট্টগ্রামের ঘটনা নিয়ে গণমাধ্যম আসা প্রতিবেদন উপস্থাপন করে রিটকারী আদালতের স্বতঃপ্রণোদিত আদেশ প্রার্থনা করেন।
এর প্রেক্ষিতে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের সময় আইনজীবী হত্যার প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতিতে পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট।
সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মনিরুজ্জামান গতকাল বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাই কোর্ট বেঞ্চে এ আবেদন করেন। চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারিরও আর্জি জানিয়েছেন তিনি। খবর বিডিনিউজের।
আবেদনের শুনানিকালে রাষ্ট্রপক্ষের মতামত জানতে অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠায় আদালত। পরে এক দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়।
পরে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, তিনি আদালতকে বলেছেন, এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। সরকার বিষয়টি ‘গুরুত্বের সঙ্গে’ দেখছে। এরই মধ্যে ব্যবস্থা নেওয়া শুরু করেছে।
ইসকানের প্রসঙ্গে তিনি আদালতকে বলেন, এ সংগঠন রেজিস্টার্ড কিনা, এ সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এ সংগঠনের বিরুদ্ধে কী কী আইনি ব্যবস্থা নেওয়া যায়, সরকার সবকিছু দেখবে এবং আদালতে উপস্থাপন করবে।
পরে আদালত বিকালের মধ্যে ইসকনের বিষয়ে জানাতে বললে অ্যাটর্নি জেনারেল এক দিন সময় চান। আদালত তখন আজকের মধ্যে প্রতিবেদন দিতে বলে।