বিশ্বমানের শহর গড়ার স্বপ্ন এবারও অধরা, ২৫ হাজার কোটি টাকার থোক বরাদ্দের দাবি জানিয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি মুজিবুল হক শাকুর। ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণায় চট্টগ্রামের জন্য নেই কোনো নতুন দিগ্দর্শন, নেই উন্নয়নের সাহসী রূপরেখা।
বরং আগের প্রকল্পগুলোর গৎবাঁধা বরাদ্দই যেন এবারও এই মহানগরবাসীর প্রত্যাশাকে ধূলিসাৎ করেছে। চট্টগ্রাম মহানগর ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুর বলেন, এই বাজেট উচ্চাবিলাসী, বাস্তবতা বিবর্জিত। রাজস্ব আয়ের লক্ষ্য অর্জনযোগ্য নয়, যার ফলে ঋণ নির্ভরতা বাড়বে এবং অর্থনীতি চাপের মুখে পড়বে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বাজেটে এমন কোনো কর্মমুখী দিকনির্দেশনা নেই যা তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে পারে। ফলে দেশজুড়ে বেকার সমস্যা আরও প্রকট হবে। বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, চিনি ছাড়া প্রায় সব নিত্যপণ্যের দাম বাড়বে। ফলে মানুষের জীবনযাত্রার ব্যয় আরো বেড়ে যাবে, যা মধ্যবিত্ত ও নি¤œ আয়ের মানুষদের জন্য অসহনীয় হয়ে উঠবে।
চট্টগ্রামবাসীর জন্য বাজেটে কোনো উল্লেখযোগ্য নতুন প্রকল্প নেই, যা তাদের হতাশ করেছে বলে তিনি মন্তব্য করেন। বিশ্বমানের শহর গড়তে চট্টগ্রামের অবকাঠামো, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া খাতে বিশেষ বরাদ্দ প্রয়োজন হলেও সরকার তা বিবেচনায় নেয়নি বলে অভিযোগ তার।
এইচ এম মুজিবুল হক শাকুর দাবি জানান, চট্টগ্রামের কাঙ্খিত উন্নয়নের জন্য অবিলম্বে ২৫ হাজার কোটি টাকার একটি থোক বরাদ্দ দিতে হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা এই দাবিটি জোরালোভাবে জানাচ্ছি। বিজ্ঞপ্তি