চট্টগ্রামস্থ পাবনা-সিরাজগঞ্জ বাসীর প্রীতি ফুটবল ম্যাচ

68

চট্টগ্রামস্থ আমরা ক’জন পাবনা-সিরাজগঞ্জবাসীর উদ্যোগে এক প্রীতি ফুটবল খেলা গত ২৫ ডিসেম্বর নগরীর হালিশহরস্থ চৌচালা সাগর পাড়ে অনুষ্ঠিত হয়। খেলায় আবু ইউনুছ জীবন একাদশ টাইব্রেকারে ৪-৩ গোলে আমিনুল ইসলাম একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে জীবন,নিশান, মামুন, সান এবং বিজিত দলের আজম, জাহাঙ্গীর ও রায়হান হাসান গোল করেন। মো. আজমল হোসেন আজম ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম কাস্টম হাউজের রাজস্ব কর্মকর্তা হাবিবুল ইসলাম। দুই দলের খেলোয়াডরা হলেন: আবু ইউনুছ জীবন একাদশ: জীবন, আকতার তালুকদার, জিলাল, মাহমুদুল হাসান, সেলিম, রিশান, শফিকুল, হালিম, আল আমিন, কামরুল, জাহিদ, সনি, মামুন, খোকন, সোলায়মান, ফারুক, আনিছুর রহমান, আমিনুল ইসলাম একাদশ: আমিনুল, আজম, বুলবুল, রায়হান হাসান, রতন, রনি, বিকাশ, রওশন, সজল, আনোয়ার, কামাল, মিলন, সাইফুল, শেখ আব্দুল মজিদ চান্দু, আলীম, জাহাঙ্গীর, আলম মোল্লা। বিজ্ঞপ্তি