বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির স্থায়ী পরিষদের সভাপতি জসিম উদ্দীন চৌধুরী বলেছেন, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির পক্ষ থেকে আমরা অত্যন্ত আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি যে, বহু প্রতীক্ষিত কালুরঘাট নতুন সেতু নির্মাণের উদ্যোগ অবশেষে বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। কর্ণফুলী নদীর ওপর এ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের আন্দোলন, আশা ও দাবির একটি বাস্তব প্রতিফলন। গতকাল মঙ্গলবার বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতির বক্তব্যে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান এস এম নুরুল হক বলেন, আমরা বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির ব্যানারে এই সেতু নির্মাণের দাবিতে বিগত ১৯৯৮ সন হতে ধারাবাহিকভাবে সংবাদ সম্মেলন, ষ্মারকলিপি প্রদান, গণসংযোগ, অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও বার বার জরাজীর্ণ কালুর ঘাট সেতু পরিদর্শন এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষে নানা কর্মসূচি পালন করে এসেছি। চট্টগ্রামের জনগণের স্বার্থে পরিচালিত এ আন্দোলনে নানা শ্রেণি-পেশার মানুষের সহানুভূতি ও সমর্থন ছিল আমাদের প্রেরণা।
সভায় মহাসচিব এইচ এম মুজিবুল হক শাকুর বলেন, আমরা বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির পক্ষ থেকে প্রধান উপদেষ্ঠাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধাপূর্ণ স্বাগত। গতকাল মঙ্গলবার দৈনিক পূর্বকোণ কার্যালয়ে মরহুম ইউসুফ চৌধুরী কনফারেন্স হলে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিিিটর জরুরি সভা সংগঠনের কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান এস এম নুরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির স্থায়ী পরিষদের সভাপতি জসিম উদ্দীন চৌধুরী। বক্তব্য রাখেন মহাসচিব এইচ এম মুজিবুল হক শাকুর, নুকম আকবর হোসেন, লায়ন নুরুল আলম, এড, ফয়েজুর রহমান বেলাল, এস এম সিরাজউদ্দোলা, প্রকৌশলী শহীদুল আলম, হাফেজ সালামত উল্লাহ্, এ টি এম কামরুদ্দীন চৌধুরী তাহের, জিকরু হাবিবিল ওয়াহিদ, নোমান উল্লাহ্ বাহার, গোলাম হোসাইন, রাকিব উদ্দীন ভুইয়া প্রমুখ। বিজ্ঞপ্তি