চট্টগ্রামকে সত্যিকারের বাণিজ্যিক রাজধানী হিসেবে বাস্তবায়ন চাই

2

চিটাগাং চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার নগরীর জিইসি মোড়ের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন শপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেল লিভার এস. এম. নুরুল হক। প্রধান অতিথি তার বক্তব্যে বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষিত চট্টগ্রামকে বাস্তব অর্থে, সত্যিকারের বাণিজ্যিক রাজধানী হিসেবে বাস্তাবয়ন করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ‘চেম্বার নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ বিজয় লাভ করলে যে কোন কিছুর বিনিময়ে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করা হবে।’
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এসোসিয়েট গ্রুপের সদস্য মোহাম্মদ কামরুল হাসান, মোসাম্মদ আরব, রফিকুল ইসলাম, মোস্তাক আহমদ চৌধুরী, এস.এস কামাল উদ্দিন, অডিনারি সদস্য আহমেদ রশিদ আমু, আহমেদ উল আলম চৌধুরী, ইমাদ ইরশাদ, কাজী ইমরান এফ রহমান, আবছার রহমান, হুমায়ূন কবির পাটোয়ারী, আজিজুল হক, রাশেদ আলী ও মোহাম্মদ মুছা। বিজ্ঞপ্তি