চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসাবে আরো সমৃদ্ধ করতে হবে

3

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরীর আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে সিংহ ভাগ অর্থ সরবরাহ করে থাকে। কিন্তু বিগত সরকার চট্টগ্রামের কাক্সিক্ষত উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে। বেশ কিছু শিল্প, কলকারখানা ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সদর দপ্তর চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেটসহ অন্যত্র স্থানান্তর করা হয়েছে। চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে আরো সমৃদ্ধ করতে হবে। চট্টগ্রাম মহানগরীর জামায়াতের থানা প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগীর আমীর শাহাজাহান চৌধুরীর সভাতিত্বে অনুষ্ঠিত থানা প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন, কেন্দ্্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনূছ ও মো. মোরশেদুল ইসলাম চৌধুরী, ডা. এ কে এম ফজুলল হক, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, নগর কর্মপরিষদ সদস্য ডাঃ ছিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, মাওলানা মমতাজুর রহমান, আমির হোছাইন, ফখরে জাহান সিরাজী সবুজ, আবুল মোকাররম, ডা. খায়রুল আনোয়ার,আবুল গফুর, জালাল উদ্দীন আকবর। এছাড়াও নগর কর্মপরিষদ ও থানা আমীর, সভাপতি-সেক্রেটারীগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি