চট্টগ্রামকে পর্যটনভিত্তিক অর্থনীতির শহর করব

12

চসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, নগরীর পতেঙ্গা-হালিশহর দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অপার সম্ভাবনার জায়গা। সামুদ্রিক জোয়ার ও লবণাক্ততার কারণে এ এলাকার কয়েক হাজার একর জায়গা পরিত্যক্ত ছিল। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শীতায় পতেঙ্গা-হালিশহর-ফৌজদারহাট আউটার রিং রোড নির্মাণে শুধু এ এলাকা নয়, চট্টগ্রাম শহর জলোচ্ছ¡াসের ঝুঁকি মুক্ত হয়েছে।
গতকাল নগরীর উত্তর-মধ্যম হালিশহর ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
মেয়র প্রার্থী বলেন, চট্টগ্রামকে আধুনিক পর্যটনভিত্তিক অর্থনীতির শহর করার পরিকল্পনা আমাদের রয়েছে। এখানে বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগের পাশাপাশি ক্রমবর্ধমান জনগোষ্ঠীর বাড়তি চাপ থেকে চট্টগ্রাম শহরকে মুক্ত রাখা যাবে।
তিনি বলেন, দেশের ভৌগলিক স্বাধীনতা এনেছে নৌকা। নৌকায় ভোট দিয়েছেন বলেই আজ জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে বিশ্বের বিষ্ময়ে পরিণত হয়েছে। এছাড়া বাংলাদেশ সারাবিশ্বের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ আমাকে মেয়র পদে মনোনয়ন দিয়েছে। আপনারা নৌকায় ভোট দিন, আমরা উন্নত চট্টগ্রাম উপহার দিব। আমি ছাত্রজীবন থেকে ৫২ বছর ধরে দেশ ও মানুষের স্বার্থে আন্দোলন-সংগ্রাম করছি। এবার মেয়র নির্বাচিত হয়ে আপনাদের সেবায় প্রতিটা মুহূর্ত উৎসর্গ করতে চাই। বঙ্গবন্ধু সব সময় কৃষক-শ্রমিকদের আলাদা গুরুত্ব দিতেন উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগ শ্রমিকবান্ধব দল। আওয়ামী লীগ আম-জনতার দল। জনগণের ভাগ্যোন্নয়নে যা যা করা দরকার আওয়ামী লীগ তার সবই করবে। তাই উন্নয়নের স্বার্থে বঙ্গবন্ধুর নির্বাচনী প্রতীক নৌকাকে বিজয়ী করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, উপদেষ্টা শেখ মাহমুদ ইসহাক, আইন সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, শ্রম সম্পাদক আবদুল আহাদ, ধর্ম সম্পাদক হাজী জহুর আহমদ, শ্রম সম্পাদক আবদুল আহাদ, নির্বাহী সদস্য নুরুল আলম, আওয়ামী লীগ নেতা হাজী মো. ইলিয়াস, ইসকান্দর মিয়া, সাইফুল আলম চৌধুরী, মোরশেদ আলী, নুর নবী লিটন, ইদ্রিস কন্ট্রাক্টর, কেন্দ্রীয় যুবলীগের সমবায় বিষয়ক উপ সম্পাদক আবদুল্লাহ আল মামুন চৌধুরী, যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু, ৩৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. হোসেন মুরাদ, সাবেক ছাত্রনেতা আরশেদুল আলম বাচ্চু, কারা পদর্শক আজিজুর রহমান, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠন এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিভিন্ন রাজনৈতিক দল ও মহল্লা কমিটির নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি