পাহাড়তলীস্থ চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে রোগী কল্যাণ সমিতির নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গত ৫ ডিসেম্বর সমিতির উদোগে হাসপাতালের শ্রেণী কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেন। প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (উপ-সচিব) কাজী নাজীমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যলয় চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফরিদুল আলম। হাসপাতাল সমাজসেবা অফিসার প্রিয়াংকা মুহুরীর উপস্থাপনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চক্ষু হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. রাজিব হোসেন, আইসিও এর অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান ওসমানী, বিএনএসবি চট্টগ্রামের কার্যকরী পরিষদের সদস্য মোহাম্মদ রেজওয়ান শাহিদী, হাসপাতালের ব্যবস্থাপক (প্রশাসন) মো. রুকনুন চৌধুরী, বিএনএসবির সদস্য রিয়াজ হোসেন, রোগী কল্যাণ সমিতির যুগ্ম-সম্পাদক আলহাজ জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, কার্য নির্বাহী পরিষদের সদস্য জাহাঙ্গীর মোস্তফাসহ সমিতির কর্মকর্তা ও সদস্যবৃন্দ। প্রধান অতিথি সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (উপ-সচিব) কাজী নাজীমুল ইসলাম মানবসেবায় রোগী কন্যাণ সমিতিকে ধন্যবাদ জানিয়ে বলেন, যার মাঝে মানবতাবোধ আছে সেই মানবসেবায় এগিয়ে আসে। সামাজিক জীবন সুস্থ-সুন্দর হওয়ার জন্য মানবতাবোধের কোন বিকল্প নেই। মানবতা এক মহৎ এবং পূণ্যের কাজ। এরপর প্রধান অতিথি কাজী নাজীমুল ইসলাম অধ্যাপক ডা. রবিউল হোসেনকে সাথে নিয়ে ফিতা কেটে হাসপাতালে রোগী কল্যাণ সমতিরি নতুন ভবন উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি