কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীর শিক্ষাবঞ্চিত গ্রামে প্রতিষ্ঠিত ভার্চু স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আজ শনিবার সকাল থেকে স্কুল মাঠে শুরু হচ্ছে। তিনদিনের এ জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রকাশিত হচ্ছে অনুষ্ঠান স্মারক প্রতিযোগের তৃতীয় সংখ্যা। অনুষ্ঠানের প্রথম দিন আজ উদ্বোধন ও ক্রীড়া প্রতিযোগিতা, রবিবার সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ অতিথি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব ও শেষ দিন সোমবার বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এবার প্রতিষ্ঠানটির প্রথম থেকে দশম শ্রেণির চার শতাধিক শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চকরিয়া-পেকুয়ার সংসদ সদস্য জাফর আলম। এছাড়া চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তি