কক্সবাজারের চকরিয়ায় আগুনে পুুড়ে ছাই হয়ে গেছে ৪টি বসতঘর ও একটি ফার্নিচারের দোকান। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে চকরিয়া পৌরশহরের ৮ নম্বর ওয়ার্ডের স্টেশন পাড়া এলাকার মৃত গুরা মিয়ার বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুজিবুল হক বলেন, মঙ্গলবার বিকালে স্টেশন পাড়ার মৃত গুরা মিয়ার বসতবাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনা ঘটে। ওখান থেকে আগুনের সূত্রপাত হয়ে বসতবাড়িতে আগুন ধরে যায়। এসময় মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় ভাড়া বাসাসহ ৪টি বসতঘর ও একটি ফার্নিচারের দোকান।
পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষতি হয় বলে দাবী করেন তিনি। এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী। এসময় তিনি ক্ষতিগ্রস্থদের সহযোগিতার আশ্বাস দেন।