চকরিয়া প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘন্টায় নরমাল ডেলিভারিতে ১২টি শিশুর জন্ম হয়েছে। তাদের মধ্যে ৭টি ছেলে ও ৫টি কন্যা শিশু রয়েছে। সন্তান জন্ম দেয়ার পর তাদের মা নবজাতক শিশুরা শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, হাসপাতালে ডেলিভারি রোগীদের সেবা দেয়ার জন্য ৬ সদস্যের স্টাফ নার্সদের সমন্বয়ে একটি ডেলিভারি টিম রয়েছে। এ টিমের সদস্যরা দুইজন করে তিন শিফটে ভাগ হয়ে তাদের দায়িত্ব পালন করে থাকেন। হাসপাতালে ডেলিভারি করতে আসা প্রসূতি মায়েদের মুলত তারাই ডেলিভারি কাজ সম্পন্ন করে থাকেন। এক্ষেত্রে তারা কোন সমস্যায় পড়লে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন ও গাইনি বিশেষজ্ঞ ডা. শামীমা সোলতানার সার্বিক নির্দেশনায় প্রসূতি মায়েদের ডেলিভারি কাজ সম্পন্ন করেন। শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২টি শিশুর নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। চকরিয়া উপজেলার হারবাং, মানিকপুর, লক্ষ্যারচর, বদরখালী, বিএমচর, ঢেমুশিয়া মালুমঘাট, চকরিয়া পৌর এলাকার মাস্টার পাড়া ও হালকাকারা এবং পাশর্^বর্তী লামা উপজেলা কুমারী এলাকা থেকে প্রসূতি মায়েরা হাসাপাতালে এসে তাদের ডেলিভারি সম্পন্ন করেন। জন্ম নেয়া শিশু ও তাদের মায়েরা শারীকিভাবে সুস্থ আছেন বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন বলেন, ১০ শয্যার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি এখানাকার স্বাস্থ্য সেবার বাতিঘর হিসেবে পরিচিতি পেয়েছে। প্রতিদিন পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী, লামা ও আলীকদম উপজেলা থেকে প্রসূতি মায়ের ডেলিভারিসহ নানা জটিল ও কঠিন রোগের চিকিৎসা সেবা নিতে অসংখ্য রোগীরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করছেন। এতে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২টি শিশুর নরমাল ডেলিভারি সম্পন্ন হয়। হাসপাতালের ডেলিভারি টিমের সদস্যরা এ ডেলিভারি কাজ সম্পন্ন করেন। তিনি আরও বলেন, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেলিভারি টিম মানবিক সেবায় একে পর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন। ইতিপূর্বেও তাদের অক্লান্ত পরিশ্রমে হাসপাতালে নরমাল ডেলিভারিতে অনেক শিশুর জন্ম হয়েছে। হাসপাতালে নরমাল ডেলিভারিতে প্রসূতি মায়েরা ও তাদের পরিবার অত্যন্ত খুশি বলেও জানান উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন।