চকরিয়া উপজেলা পরিষদের সামনে ফুল ও ফল গাছের চারা রোপণ

1

ইকবাল ফারুক, চকরিয়া

চকরিয়া উপজেলা পরিষদ চত্বরের শোভা বর্ধন এবং নান্দনিক পরিবেশ সৃষ্টি করতে নানা প্রজাতির বৃক্ষ রোপণের উদ্যোগ নিয়েছেন উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় ৩ জুলাই সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ কম্পাউন্ডে বিভিন্ন প্রজাতির ফুল ও গাছের চারা রোপণ করে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোহাম্মদ আতিকুর রহমান। আজিজনগর হর্টিকালচার সেন্টারের উপ-সহকারী উদ্যান কর্মকর্তা মোহাম্মদ সালাহউদ্দিন উপজেলা পরিষদ চত্বরের এ শোভা বর্ধনে বিভিন্ন ফুল ও গাছের চারা দিয়ে কার্যক্রমের সার্বিক সহযোগিতা করেন।
এ সময় চকরিয়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, আজিজনগর হর্টিকালচার সেন্টারের উপ-সহকারী উদ্যান কর্মকর্তা মোহাম্মদ সালাহউদ্দিন ও এসএআরপিভি আঞ্চলিক পরিচালক কাজী মাকসুদুল আলম মুহিতসহ প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান বলেন, উপজেলা পরিষদ চত্বরের শোভা বর্ধন ও কম্পাউন্ডের সৌন্দর্য বাড়াতে নানা প্রজাতির ফুলের চারা ও বৃক্ষ রোপণের উদ্যোগ নেয়া হয়। এর ফলে যে শোভা বর্ধন ও সৌন্দর্য ছড়াবে তা উপভোগ করতে পারবেন উপজেলায় আগত সেবা গ্রহীতাসহ সকল শ্রেণির লোকজন। এতে করে কিছুটা হলেও তারা মানসিকভাবে বিনোদনের সুযোগ লাভ করবেন। সেটি বিবেচনা করেই এ উদ্যোগটি গ্রহণ করা হয়েছে।