চকরিয়া প্রতিনিধি
ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বিতর্কিত নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে ৭ মামলায় ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার সকালে পুলিশের প্রিজন ভ্যানে করে কক্সবাজার জেলা কারাগার থেকে র্যাব ও পুলিশের কড়া পাহারায় জাফর আলমকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়। পরে সকাল সোয়া ৯টার দিকে কড়া পুলিশ বেষ্টনির মধ্য দিয়ে তাকে আদালতে তোলা হয়।
চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি ও রাষ্ট্র পক্ষের আইনজীবী এডভোকেট মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, বুধবার সকালে সাবেক এমপি জাফর আলমের বিরুদ্ধে দায়ের করা ৭টি মামলায় আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালতের বিচারক মো. আনোয়ারুল কবির চকরিয়া থানার ৫ মামলায় ১৪ দিন এবং পেকুয়া থানার দুই মামলায় ৪ দিনসহ ৭ মামলায় সর্বমোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে সাবেক এমপি জাফর আলমের পক্ষে বেশ কয়েকজন আইনজীবী শুনানীতে অংশ নিলেও পক্ষে বিপক্ষে কোন ধরনের গন্ডগোল হয়নি। এর আগে চকরিয়া ও পেকুয়া থানায় দায়ের করা হত্যাসহ বিশেষ ক্ষমতা আইনের একাধিক মামলায় সাবেক এমপি জাফর আলমকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
আদালত সূত্রে জানা গেছে, বুধবার সকালে আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি জাফর আলমকে আদালতে তোলার বিষয়টিকে কেন্দ্র করে ভোর থেকে আদালত চত্বর ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এছাড়া পুলিশের পাশাপাশি র্যাব সদস্যদের আদালত চত্বর ও আশপাশ এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কর্তব্য পালনে নিয়োজিত থাকতে দেখা যায়।