চকরিয়া প্রতিনিধি
চকরিয়ায় বনবিভাগের জায়গায় অবৈধভাবে নির্মিত ঘর ও তামাক ক্ষেতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁশিয়াখালী রেঞ্জের অধীন ফাঁশিয়াখালী বনবিটের উচিতারবিল মৌজায় বন বিভাগের লোকজন এ অভিযান পরিচালনা করে। এসময় বন বিভাগের জায়গায় অবৈধভাবে নির্মিত ৫টি ঘর ও ১ একর জমির তামাক ক্ষেত গুঁড়িয়ে দেয়া হয়।
অভিযানে সত্যতা নিশ্চিত করে ফাঁশিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহেরাজ উদ্দিন বলেন, ফাঁশিয়াখালী বনবিটের উচিতারবিল মৌজায় বন বিভাগের জায়গা অবৈধ দখলে নিয়ে ঘর নির্মাণ ও সমতল ভূমি দখল করে তামাক চাষ করে কতিপয় লোক।
বিষয়টি আমার নজরে আসার পর বৃহস্পতিবার দুপুরে উচ্ছেদ অভিযান চালিয়ে এসব ঘর ও তামাক চাষ গুঁড়িয়ে দিয়ে বন বিভাগে জায়গা দখলমুক্ত করা হয়। এ সময় ফাঁসিয়াখালী বনবিট কর্মকর্তা মো. খসরুল আমিন, ফরেস্ট গার্ড, সিজিপির সদস্য ও ভিলেজারগণ উচ্ছেদ অভিযানে অংশগ্রহণ করে।
রেঞ্জ কর্মকর্তা মো. মেহেরাজ উদ্দীন বলেন. বন, বন্যপ্রাণী ও বনজ সম্পদ রক্ষায় বনবিভাগের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।