চকরিয়ায় ৩ মাসে গ্রেপ্তার ৪৭৮

1

চকরিয়া প্রতিনিধি

চকরিয়া থানা পুলিশ গত তিন মাসে বিশেষ অভিযান চালিয়ে হত্যা, ডাকাতি, মাদকসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৪৭৮জন আসামিকে গ্রেপ্তার করেছে। তৎমধ্যে পেশাদার ডাকাত ২২ জন, নিয়মিত মামলার পলাতক ১৭১ জন, সাজাপ্রাপ্ত ২৮ জন, বিভিন্ন মামলার পরোয়ানাভূক্ত ১৯১ জন, মাদক ব্যবসায়ী ১৪ জন, মলম পার্টির ৩ জন এবং অন্যান্য মামলার ৪৯ জন আসামি রয়েছে। এসময় মধ্যে ৫টি এলজি বন্দুক, ১৭ রাউন্ড গুলি, ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ও ইজিবাইকের (টমটম) ৫২টি ব্যাটারি উদ্ধার করা হয়। এছাড়া মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৪ হাজার ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৩ কেজি গাঁজা, ২৭ লিটার চোলাই মদ জব্দ করে পুলিশ। গতকাল বুধবার (১ জানুয়ারি) দুপুরে চকরিয়া থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভুঁইয়া বলেন, থানা পুলিশের গত তিন মাসের বিশেষ অভিযানে ৪৭৮ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। তৎমধ্যে সেনাবাহিনীর লেফট্যানেন্ট তানজিম হত্যার ঘটনায় জড়িত ১২ জন পেশাদার ডাকাত, ঢেমুশিয়া ইউনিয়নের জাকের হোছন হত্যা মামলায় জড়িত ২জন, কৈয়ারবিল ইউনিয়নের মো.আয়ুব হত্যা মামলায় জড়িত ১ জন ও খুটাখালী ইউনিয়নে ইজিবাইক (টমটম) গ্যারেজ ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার ৩ জনসহ ২২ জন পেশাদার ডাকাত রয়েছে। ওসি আরও বলেন, এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।