চকরিয়ায় ৩ মাদক কারবারি আটক ৫ গ্রাম আইস জব্দ

1

চকরিয়া প্রতিনিধি

চকরিয়ায় ক্রিস্টাল মেথসহ (আইস) তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ৫শ’ ৫৭ গ্রাম ক্রিস্টাল মেথ, ১টি স্মার্ট ফোন, ১টি বাটন ফোন ও নগদ ৪০৫০ টাকা উদ্ধার করা হয়।
কক্সবাজারস্থ র‌্যাব ১৫- এর একটি আভিযানিক দল মঙ্গলবার (১৩ মে) রাতে চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। কক্সবাজারস্থ র‌্যাব ১৫-এর সহকারী পুলিশ সুপার (ল এন্ড মিডিয়া) আ.ম.ফারুক গতকাল বুধবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেয়ারা পাড়া এলাকার আক্কাছ মিয়ার ছেলে আমির হোছেন (৫৪), একই এলাকার আমির হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (১৬) এবং কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বার আউলিয়া নগর এলাকার মৃত কবির আহামদের ছেলে জাফর আলম (৫০)।
র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আ.ম.ফারুক বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকায় মাদক বিক্রয়ের জন্য বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান নেয়ার বিষয়টি গোপন সূত্রে জানতে পেরে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করার পর তাদের কাছ থেকে ৫’শ ৫৭ গ্রাম ক্রিস্টাল মেথ, ১টি স্মার্ট ফোন, ১টি বাটন ফোন ও নগদ ৪০৫০ টাকা উদ্ধার করা হয়। গতকাল সকালে আটককৃতদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম বলেন, র‌্যাব-১৫ এর পক্ষ থেকে তিনজন মাদক কারবারিকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।