চকরিয়া প্রতিনিধি
কলেজে গিয়ে ৩ দিন ধরে নিখোঁজ চকরিয়া সিটি কলেজের মানবিক শাখার শিক্ষার্থী জন্নাতুল নাঈমা (১৭)। সাম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তার কোন সন্ধান মিলেনি। এরপর আর উপায় না পেয়ে মেয়ে নিখোঁজের বিষয় নিয়ে গতকাল রবিবার দুপুরে থানায় জিডি করেছেন নাঈমার মা আরজুমান খানম।
নাঈমা চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সওদাগরঘোনা চারা বটতলীর নুরুল আবচারের মেয়ে। তিনি চকরিয়া সিটি কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের মানবিক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
নাঈমার মা আরজুমান খানম বলেন,গত ২৬ জুন আমার মেয়ে বাড়ি থেকে কলেজে যায়। এরপর থেকে আর ফিরেনি। বিভিন্ন আত্মীয়-স্বজনের বাসায় খোঁজ নিয়েছি। কিন্তু তাকে পাওয়া যায়নি। এরপর থানায় জিডি করে থানার ওসির সাথে দেখা করে মেয়েকে উদ্ধারে পুলিশের সহায়তা চেয়েছি।
চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, কলেজ ছাত্রী নিখোঁজের ঘটনায় জিডি করেছেন তার মা। এ ব্যাপারে জেলার বিভিন্ন থানায় তারবার্তা পাঠানো হয়েছে। পুলিশও নিখোঁজ কলেজছাত্রীকে উদ্ধারে তৎপর রয়েছে।
ওসি আরও বলে, ওই কলেজ ছাত্রীর সাথে কারো কোন প্রেমের সম্পর্ক রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ।