চকরিয়ায় ৩ আসামি গ্রেপ্তার

1

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জিআরসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার দিবাগত রাত ৮টা থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামিরা হলেন চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ রুবেল (২৮), ফাসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছাইরাখালী এলাকার মৃত সোলতান আহামদের ছেলে জমির উদ্দিন (৪৭) ও বরইতলী ইউনিয়নের পহরচান্দা গোবিন্দপুর এলাকার মৃত মোহাম্মদ জাফরের ছেলে মোহাম্মদ জকরিয়া (৩৫)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভ‚ঁইয়া বলেন, শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩ আসামিকে শনিবার দুপুরে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।