চকরিয়ায় হত্যা মামলার আসামি বেলাল গ্রেপ্তার

2

চকরিয়া প্রতিনিধি

চকরিয়ায় ২ হত্যা মামলার পলাতক আসামি বেলাল হোছাইন প্রকাশ ডাকাত বেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাতটার দিকে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইদ্রিছ এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কোনাখালী ইউনিয়নের পুরুত্যাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত বেলাল হোছাইন কোনাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পুরুত্যাখালী এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইদ্রিছ বলেন, গ্রেপ্তারকৃত আসামি বেলাল হোছাইনের বিরুদ্ধে দুটি হত্যা মামলার তথ্য পাওয়া গেছে। পরোয়ানা থাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তবে স্থানীয় সুত্রে জানা গেছে, ১৯৯৪ সালে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের আলোচিত আরডি হত্যা মামলা, ১৯৯৩ সালে ওসমান হত্যা মামলা ও ২০০৪ সালের নবী হোছাইন হত্যা মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তারকৃত বেলাল ডাকাত। এছাড়া তার বিরুদ্ধে চট্টগ্রামের চন্দনাইশ থানায় একটি অস্ত্র ও ডাকাতি মামলাসহ বিভিন্ন ঘটনায় আরও চারটি মামলা রয়েছে। বুধবার রাতে ডাকাত বেলাল হোসাইনকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মাতামুহুরী পুলিশ তদন্ত এসআই মোহাম্মদ ইদ্রিছ।