চকরিয়া প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের ভাতিজাসহ বিভিন্ন মামলার ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার ভোরে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
তারা হলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের ভাতিজা তৌহিদুল ইসলাম প্রকাশ কাজল (৫২)। তিনি চকরিয়া উপজেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক। এছাড়া রয়েছেন ঢেমুশিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকার জাকের আহমদের ছেলে ছদর আমিন (২৭), একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া গ্রামের শফিউল আলমের ছেলে আবদুল হালিম বোখারী (২৫), ডুলাহাজারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রংমহল এলাকার নুরুল আলমের ছেলে কামাল উদ্দিন (৩৫), ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালীর আলী হোসাইনের ছেলে নবী হোসাইন (৪৯) ও খুটাখালী ইউনিয়নের নোয়াপাড়া এলাকার ছৈয়দুল হকের ছেলে মোহাম্মদ আলী (৩৫)।
চকরিয়া থানার ওসি মো. মঞ্জুর কাদের ভুঁইয়া বলেন, পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬ জনকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়।