চকরিয়া প্রতিনিধি
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ফ্যাসিবাদী আওয়ামী লীগের সাবেক বিতর্কিত সংসদ সদস্য ও সদ্য নিসিদ্ধ আওয়ামী লীগের চকরিয়া উপজেলা সভাপতি জাফর আলমকে ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে রোববার দুপুরে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার খবরে উত্তাল হয়ে উঠে পুরো চকরিয়া উপজেলা। দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী দুঃশাসনের সময় নিহত বিএনপি, যুবদল, ছাত্রদল ও সর্বশেষ জামায়াত কর্মী ফোরকান হত্যার মূল নায়ক জাফর আলম ও তার সন্ত্রাসী বাহিনীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নিহতের পরিবারের সদস্যরা ও বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
১৮ মে সকাল থেকে শহীদ পরিবারের সদস্য, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা চকরিয়া পৌর সদরে জড়ো হতে থাকে। পরে সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ মিছিল সহকারে তারা উপজেলা পরিষদের আদালত চত্বরে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়। তবে শেষ পর্যন্ত সাবেক এমপি জাফর আলমকে আর আদালতে হাজির করা হয়নি। চকরিয়া আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও এপিপি মো. গোলাম ছরোয়ার বলেন, সাবেক এমপি জাফর আলমের বিরুদ্ধে ঢাকার আরো একটি আদালতে হাজিরা থাকায় শেষ পর্যন্ত তাকে আর চকরিয়া আদালতে আনা হয়নি। জাফর আলমকে চকরিয়ার বেশ কয়েকটি হত্যা মামলায় আদালতের মাধ্যমে গ্রেফতার দেখনো হবে বলেও জানান তিনি।
এ সময় বিক্ষোভকারীরা বিএনপি জামায়াতের ৮জন নেতাকর্মীকে হত্যার মূল নায়ক আওয়ামী ফ্যাসিবাদের দোসর সাবেক এমপি জাফর আলমের ফাঁসির দাবিতে এবং তার লালিত শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে নানা শ্লোগান দিতে থাকে। পরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক, সদস্য সচিব এম মোবারক আলী, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম হায়দার এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম প্রমুখ।
সাবেশে বক্তারা বলেন, বিগত দিনে আওয়ামী দুঃশাসনকালে চকরিয়ায় বিএনপি জামায়াতের ৮জন নেতাকর্মী খুনের শিকার হয়েছেন। এছাড়া সাবেক এমপি জাফর আলম ও তার লালিত সন্ত্রাসী বাহিনীর হাতে শত শত বিএনপি নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। বক্তারা আরও বলেন, সাবেক এমপি জাফর আলমের ছত্রছায়ায় তার ছেলে তুহিন, সাবেক এপিএস আমিনের নেতৃত্বে আলাদা সশস্ত্র বাহিনী গড়ে তুলে পুরো চকরিয়া ও পেকুয়া উপজেলায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এসব সন্ত্রাসী বাহিনীর সদস্যরা চকরিয়া-পেকুয়ায় চাঁদাবাজি, দখলবাজিসহ নানা রকম অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ছিল।
বিএনপি নেতাকর্মীদের হত্যার দায়ে সাবেক এমপি জাফর আলমের ফাঁসি দাবির পাশাপাশি জাফর বাহিনীর সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আানার জন্য সমাবেশ থেকে প্রশাসনের নিকট জোর দাবি জানানো হয়।
চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, সাবেক এমপি জাফর আলমের বিরুদ্ধে তিনটি হত্যাসহ চকরিয়া থানাতেই আটটি মামলা রয়েছে। এসব মামলায় এমপি জাফরকে গ্রেপ্তার দেখানো হবে। ওসি আরও বলেন, সাবেক এমপি জাফর আলমকে আদালতে আনা নেয়ার সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তাও নেয়া হয়েছিল।
গত বছর ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের তার লালিত সন্ত্রাসী বাহিনীসহ আত্মগোপনে চলে গিয়েছিলেন কক্সবাজার-১ আসনের আওয়ামী লীগের সাবেক বিতর্কিত সংসদ সদস্য জাফর আলম। দীর্ঘ ৯ মাস পর গত ২৭ এপ্রিল গোয়েন্দা জালে আটকা পড়ে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঢাকা মহানগরের ডিবি পুলিশের (গোয়েন্দা পুলিশ) হাতে গ্রেপ্তার হন তিনি। তারপর থেকে কেরানীগঞ্জ কারাগারেই রয়েছেন ফ্যাসিবাদের দোষর সাবেক এই বিতর্কিত সংসদ সদস্য।