চকরিয়া প্রতিনিধি
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মৌলানা আবদুল মান্নান (৩৮) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী ও দুই সন্তানসহ চারজন আহত হন। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে বরইতলী-পেকুয়া-মগনামা সড়কের বুড়ির দোকানের পশ্চিম পাশে বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মৌলানা আবদুল মান্নান পেকুয়া উপজেলার উজানটিয়া এ এস আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক। তার বাড়ি কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়ন্। বিষয়টি নিশ্চিত করেছেন বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান।
নিহতের সহকর্মীদের সূত্রে জানা গেছে, মৌলানা আবদুল মান্নান উজানটিয়া এ এস মাদ্রাসায় চাকরির সুবাদে পরিবার নিয়ে পেকুয়ায় ভাড়াবাসায় থাকতেন। কক্সবাজারে তার অসুস্থ বোনকে দেখতে যাওয়ার জন্য বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ পেকুয়া থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে চকরিয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। রাত ৮টার দিকে তাদের বহনকারী সিএনজি অটোরিকশাটি বরইতলী-পেকুয়া-মগনামা সড়কের বুড়ির দোকানের পশ্চিম পাশে বিল এলাকায় পৌঁছলে ওখানে আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে দুর্ঘটনায় পতিত হয়। এতে মৌলানা আবদুল মান্নান গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তার স্ত্রী, দুই সন্তান ও সিএনজি অটোরিকশার চালকও কমবেশি আহত হন। দুর্ঘটনার পরপরই পরিবারের সদস্যরা আহত মৌলানা আবদুল মান্নানকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হন। কিন্তু হাসপাতালে নেয়ার পথে রাত ১১টার দিকে তিনি মারা যান।
বরইতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান বলেন, দুর্ঘটনার পর অটোরিকশার মালিকের সাথে কথা হয়েছে। তাকে নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ এবং আহত ব্যক্তিদের সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তার কথা বলা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘বরইতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ব্যাপারে আমি অবগত নই। এখন বিষয়টি যেহেতু জেনেছি খোঁজ নিব।’