চকরিয়া প্রতিনিধি
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে চকরিয়া পৌর শহরের আল-আকসা টাওয়ারে অস্থায়ী কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলা সভাপতি শরিফুল আমিন এবং সাধারণ সম্পাদক এইচএম রুহুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা শাখার উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর চকরিয়া উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা ছৈয়দ করিম।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় সংগঠনের প্রতিটি দায়িত্বশীলকে আরও সক্রিয়, দক্ষ ও ত্যাগী হয়ে কাজ করতে হবে। শ্রমিক সমাজের ন্যায্য দাবি আদায়ে দায়িত্বশীলদের ভ‚মিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনের সকল পর্যায়ের নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং শ্রমিকদের অধিকার আদায়ের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলা শাখার অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সম্পাদকেরা উপস্থিত ছিলেন।