চকরিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

2

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী পরিবারের মালিকানাধীন এক কানি (৪০শতক) জমি জবর-দখলে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক যুবদল নেতা তৌহিদুল ইসলাম ফরহাদসহ তার সাঙ্গ-পাঙ্গোদের বিরুদ্ধে। দখলে নেওয়ার পর ওই জমিতে বৃহস্পতিবার সকাল থেকে ধানের চারা রোপণ করা হচ্ছে। এই ঘটনায় মুক্তিযোদ্ধার স্ত্রী নেছারা বেগম বাদি হয়ে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পাহারা বসিয়ে ক্রয়কৃত পুরো জমিতে ধানের চারা রোপণ করার মাধ্যমে জবর দখল করে নেয়। এতে যুবদল নেতা তৌহিদ ছাড়াও আসামি করা হয়েছে তার দুই বড়ভাই ছুট্টু ও বাবুকে। এছাড়াও রুস্তম আলী চৌধুরী পাড়ার মৃত নুরুল কবিরের ছেলে ইউসুফকেও আসামি করা হয়। তবে ওই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত লক্ষ্যারচর ইউনিয়ন যুবদলের সাবেক কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম ফরহাদ। এসময় তিনি দাবি করেন, অন্যের জমিতে নয়, তাদের জমিতেই তারা ধানের চারা রোপণ করেছেন।
থানায় লিখিত অভিযোগে দাবি করা হয় চকরিয়ার লক্ষ্যারচর ইউনিয়নের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙালীর পুত্র খাদ্য অধিদপ্তরে উপ-পরিচালক পদে কর্মরত জিয়াউল করিম মো. তারেক প্রায় ২০ বছর আগে কাকারা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বার আউলিয়া নগর এলাকায় বিএস ৮৫৩ নম্বর খতিয়ানের ১৫০১ নম্বর দাগ থেকে ৪০ শতাংশ (এক কানি) জমি ক্রয় করেন। পরবর্তীতে এই জমির বিএস ৩২০১ নম্বর খতিয়ান সৃজিত হয়। এর পর থেকে ওই জমিতে ধানসহ রকমারি ফসলের আবাদের মাধ্যমে ভোগ-দখলে রয়েছেন। হঠাৎ করে বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ওই জমি জবর দখলে নেয় যুবদল নেতা তৌহিদুল ইসলাম ফরহাদসহ তার সাঙ্গ-পাঙ্গরা। এরপর থেকে বেশকিছু সশস্ত্র লোকজনের পাহারা বসিয়ে ওই জমিতে ধানের চারা রোপণ করা হচ্ছে।
প্রয়াত বীর মুক্তিযোদ্ধার স্ত্রী লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান বয়োবৃদ্ধা নেছারা বেগম অভিযোগ করে বলেন, লক্ষ্যারচর ইউনিয়নের রুস্তম আলী চৌধুরী পাড়ার সিরাজ সওদাগরের কাছ থেকে সাফকবলা দলিল মূলে এক কানি জমি ক্রয়ের পর বিগত ২০ বছর ধরে ভোগ-দখলে ছিলেন তারা। কিন্তু দেশের পটপরিবর্তনের পর সাম্প্রতিক সময়ে ওই জমি জবর-দখলে নেওয়ার চেষ্টা চালায় লক্ষ্যারচর ইউনিয়ন যুবদলের সাবেক কমিটির যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম ফরহাদের নেতৃত্বে একটি সিন্ডিকেট। সর্বশেষ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ওই যুবদল নেতা সদলবলে গিয়ে জমির নিয়ন্ত্রণ নেয়ার পর সেখানে সশস্ত্র পাহারা বসিয়ে ক্রয়কৃত পুরো জমিতে ধানের চারা রোপণ করার মাধ্যমে জবর দখল করে নেয়। নেছারা বেগম আরও বলেন, বিষয়টি থানার ওসিকে লিখিতভাবে অবহিত করার পর অভিযোগটি তদন্ত করার জন্য একজন অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। কিন্তু জবর-দখলকারীরা সেখানে সশস্ত্র পাহারা বসানোর কারণে তারা জমির ধারে কাছেও ঘেঁষতে পারছেন না।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা পরিবারের জায়গা দখলে নিয়ে ধানের চারা রোপণ সংক্রান্তে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানার একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।’