চকরিয়া প্রতিনিধি
চকরিয়ায় মহাসড়কে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মোহাম্মদ শাহজাহান (৩৬) নামে মোটর সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বারআউলিয়া নগর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ শাহজাহান কুমিল্লা জেলার কোতোয়ালি সদর থানার শামশুজ্জামান ভূঁইয়ার ছেলে। তিনি চকরিয়া অঞ্চলে একটি ওষুধ বিপণন প্রতিষ্ঠানের মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
চিরিংগা হাইওয়ে পুলিশ সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখি একটি কাভার্ডভ্যান মহাসড়কের বারআউলিয়া নগর রাস্তার মাথা নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটর সাইকেল আরোহী যুবক মোহাম্মদ শাহজাহান সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে। নিহত শাহজাহানের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। কুমিল্লা থেকে নিহতের পরিবারের লোকজন পৌঁছলে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।