চকরিয়ায় মাস্টার প্ল্যান যাচাইকরণ কর্মশালা

1

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে ‘সরকারি চিংড়ি এস্টেট, চকরিয়া’ এর মহাপরিকল্পনা যাচাইকরণ বিষয়ক কর্মশালা। বুধবার দুপুর ১১টার দিকে কর্মশালাটি মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের তত্বাবধানে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা মৎস্য অফিসার মো. নাজমুল হুদা। সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আনোয়ারুল আমিন কর্মশালাটি সঞ্চালনায় মূল প্রবন্ধ ও মাস্টারপ্ল্যান সংক্রান্ত পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন শেলটেক কনসাল্ট্যান্টস প্রা. লি. এর নির্বাহী পরিচালক, পরিকল্পনাবিদ মো. আরিফুর রহমান। কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যজীবী প্রতিনিধি, চিংড়ি চাষী, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং প্রকল্প সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা চিংড়ি এস্টেটের টেকসই উন্নয়ন, পরিবেশবান্ধব চাষ পদ্ধতি, খামার ব্যবস্থাপনার আধুনিকায়ন ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। বিজ্ঞপ্তি