চকরিয়া প্রতিনিধি
ব্যস্ত মার্কেটের সামসে বসানো বৈদ্যুতিক খুঁটিতে স্থাপিত ট্রান্সফরমারে জ্বলছিল আগুন। বিষয়টি দেখার পর পুরো মার্কেটের ব্যবসায়ী-ক্রেতাদের মাঝে ছড়িয়ে পড়ে উদ্বেগ-উৎকন্ঠা ও আতংক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় মার্কেটের ব্যবসায়ীরা।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে চকরিয়া পৌর সদরের সিটি সেন্টারের সামনে বৈদ্যুতিক খুঁটিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মার্কেটের সামনে বসানো বৈদ্যুতিক খুঁটিতে স্থাপিত ট্রান্সফরমারে আগুন ধরে যায়। বিষয়টি অবগত হওয়ার পর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় মার্কেটের ব্যবসায়ীরা।