চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

1

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় বাড়ির উঠানে ধান মাড়াই করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রমজান আলী (৩৮) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের মধ্যম মেদাকচ্ছপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রমজান আলী ওই এলাকার কালু সওদাগর পাহাড় গ্রামের মৃত নুর আহমদের ছেলে। খুটাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ছলিম উল্লাহ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, মঙ্গলবার সকালে বাড়ির উঠানে ধান মাড়াইয়ের কাজ করছিলেন কৃষক রমজান আলী। ঐ সময় অসতর্কাবস্থায় হঠাৎ বিদ্যুৎতের তারে জড়িয়ে পড়েন তিনি। ঘটনার পরপরই পরিবারের লোকজন গুরুতর আহত রমজান আলীকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। এ ঘটনায় কৃষক রমজান আলীর পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।