চকরিয়া প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দেব কুমার ধর (৬০) নামে এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর পৌনে ১ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং বুড়ির দোকান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দেব কুমার ধর হারবাং ইউনিয়নের ধর পাড়া এলাকার বজেন্দ্র কুমার ধরের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বলেন, শনিবার দুপুরে মহাসড়কের হারবাং বুড়ির দোকান এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন দেব কৃমার ধর নামে এক বৃদ্ধ। এ সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। বাসটি জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।