চকরিয়া প্রতিনিধি
চকরিয়ায় আইকনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল মালেক (৪৫) ও জাফর আলম (৫৩) নামে দুই পথচারী নিহত হয়েছেন। গত রবিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত আইকনিক বাসটি কক্সবাজার থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। সড়ক দুর্ঘটনা নিহত আব্দুল মালেক উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় মোহাম্মদ আলীর ছেলে এবং জাফর আলম চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ঘনশ্যাম বাজার এলাকার বাসিন্দা। তাদের মধ্যে আব্দুল মালেক উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বাজার এলাকায় একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের ম্যানেজার এবং জাফর আলম চকরিয়া পৌর কিচেন মার্কেটের নাইট গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের ফাঁসিয়াখালী এলাকায় পৌঁছলে দুইজন পথচারীকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে একজন এবং গুরুতর আহত অবস্থায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় অপরজন মারা যায়।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, মহাসড়কে দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে ওই গাড়ির চালক ও হেলফার পলাতক রয়েছেন।