চকরিয়ায় বজ্রপাতে মৎস্যঘের শ্রমিকের মৃত্যু

1

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় বজ্রপাতে মো. ইমন (২৩) নামে এক মৎস্য ঘের শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৭ টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের ছিরাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমন বদরখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মগনামা পাড়ার আবু তাহেরের ছেলে।
স্থানীয় লোকজন জানায়, শুক্রবার সকালে মৎস্য ঘেরে কাজ করতে যায় ইমন। পরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে খোলা মাঠে কাজ করছিলেন তিনি। এ সময় বজ্রপাতে আহত হয়ে ঘটনাস্থলে মারা যান ইমন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।