চকরিয়া প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মনির আহমদ (৩৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১২ টার দিকে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাজার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনির আহমদ ওই এলাকার আবু সিদ্দিকের ছেলে। তিনি মাছ ব্যবসায়ী ছিলেন। গতকাল শুক্রবার সকালে থানা পুলিশ নিহত এই ব্যবসায়ীর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
স্থানীয় এলাকাবাসী ও পরিবারের লোকজন জানায়, নিহত মনির আহমদের বাড়ির সামনেই তার মামাতো ভাই আরিফ ও মারুফদের বাড়ি। স¤প্রতি মনির আহমদ তার মামাতো ভাই আরিফের ছোট ভাইকে তুচ্ছ বিষয় নিয়ে মারধর করেন। এর জের ধরে বৃহস্পতিবার রাতে মাছ বিক্রি শেষে বাড়ির উঠানে পৌঁছামাত্রই আরিফের ভাই ও পরিবারের ৭-৮ জন মিলে মনির আহমদকে বেদম মারধর ও বুকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে মনির আহমদের অবস্থার অবনতি ঘটলে আশংকাজনক অবস্থায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। চকরিয়া থেকে চট্টগ্রাম নেয়ার পথেই মারা যান মনির আহমদ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ছুরিকাঘাতে নিহত মাছ ব্যবসায়ীর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে থানা পুলিশের একাধিক টীম অভিযানে রয়েছে। ওসি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ থানায় লিখিত এজাহার দিলে তদন্তসাপেক্ষে তা মামলা হিসেবে গ্রহণ করা হবে।