চকরিয়া প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জিআর, সিআরসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করেছে। গত রবিবার দিবাগত রাত ৮টা থেকে সোমবার সকাল পর্যন্ত থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘুনিয়া নাপিতপাড়া এলাকার মৃত ক্ষেত্র মোহন শীলের ছেলে ভূবন কান্তি শীল (৪০), একই ইউনিয়নের নয়াপাড়া এলাকার জহির উদ্দিনের ছেলে আজিম উদ্দিন, বিএমচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পুচ্ছলিয়া পাড়া এলাকার মোহাম্মদ ফোরকানের ছেলে জাফর আলম (৫০), সাহারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামপুর গুরুন্যাকাটা এলাকার আবদুল করিমের ছেলে আব্দুল মালেক (৩৫) ও বদরখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শাহারিয়া পাড়া এলাকার আজিজুল হকের ছেলে রবিউল হোসেন সাগর (১৯)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভুইয়া বলেন, রবিবার দিবাগত রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫ আসামিকে এদিন দুপুরে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।