চকরিয়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭

1

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জিআর, সিআর, সাজা পরোয়ানাসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৭ আসামিকে গ্রেপ্তার করেছে। গত সোমবার দিবাগত রাত ৮টা থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর হারবাং গাইনাকাটা এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে আনোয়ারুল আজিম (৩৫), একই এলাকার রমজান আলীর ছেলে আবদুর রহমান (৩০),বিএমচর ইউনিয়নের বেতুয়া বাক্কুম পাড়া এলাকার শামশুল আলমের ছেলে নুরুল আমিন, চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আব্দুল বারি পাড়া এলাকার কবির আহমদের স্ত্রী শাকেরা বেগম, পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌয়ার ফাঁড়ি উত্তর পাড়া এলাকার আলী হোসেন ড্রাইভারের ছেলে গিয়াস উদ্দিন (৪০), পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দরবেশকাটা পশ্চিম পাড়া এলাকার শাহাব উদ্দিনের ছেলে মোহাম্মদ আরজু (২০) ও বরইতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৌজারঘোনা এলাকার শামসু মিয়ার ছেলে মোহাম্মদ নাসির (২২)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভ‚ঁইয়া বলেন, সোমবার দিবাগত রাত ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭ আসামিকে এদিন দুপুরে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।