চকরিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

1

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে মো. শোয়াইব (১১) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর ২ টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বৈরাগীরখিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শোয়াইব ওই এলাকার ফিরোজ আহমদের ছেলে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন
স্থানীয় লোকজন জানায়, শনিবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায় শোয়াইব। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তার লাশ ভাসতে দেখতে পায় পরিবারের লোকজন। পরে শোয়াইবকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।