চকরিয়ায় পুকুরে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

1

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের অল্যার বাপের পাড়া জামে মসজিদের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো ওই এলাকার স্বপন মিয়ার ছেলে শাহাদাত হোসেন সামির (১২) ও একই এলাকার মো. শাহাব উদ্দিনের ছেলে মো. আল ফয়েজ মিশকাত (১১)। তাদের মধ্যে নিহত সামির সিকদারপাড়া জয়নাল আবেদীন দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণিতে এবং মিশকাত সাহারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।
অল্যার বাপের পাড়া জামে মসজিদের খতিব মাওলানা নুরুল কাদের জানান, শনিবার দুপুর ১২ টার দিকে দুই শিশু মসজিদের পুকুরে গোসল করতে নামে। পরে জোহরের আযান হলে মুসল্লিরা অযু করতে পুকুরে যায়। পুকুরের ঘাটে কাপড় দেখা গেলেও কাউকে দেখা না যাওয়ায় মুসল্লীদের সন্দেহ হয়। পরে পুকুরে ডুবন্ত এক শিশুর মাথা দেখতে পায় তারা। এ সময় সামির নামে একজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে মিশকাত নামে আরো এক শিশুর সন্ধান না পাওয়ায় একঘন্টা পর পুকুরে জাল ফেলে তার লাশ উদ্ধার করা হয়।
পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না বলেন, নিহত সামিরের মা-বাবা দুইজনই চট্টগ্রামে গার্মেন্টস এ চাকুরি করতো। সে সুবাদে নানীর কাছে থেকে মাদ্রাসায় পড়ালেখা করতো। মা-বাবার সান্নিধ্য ছাড়া লালন পালন হওয়া শিশু সামির নানীকেই মা হিসেবে সম্বোধন করতো।
এদিকে একই এলাকার দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুত্র শোকে দুই শিশুর পরিবারেও চলছে আহাজারী।