চকরিয়ায় পিকআপের ধাক্কায় দুই বাইক আরোহী নিহত

1

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় মিনি ট্রাকের (পিকআপ) ধাক্কায় নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী যুবক। গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর দরগামোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাদারীপুর জেলার রাজৈর থানার মজুমদার কান্দি এলাকার আলিয়ার রহমানের ছেলে রিয়াদ উদ্দিন মিয়া (৩১) ও একই থানার গোসারকান্দি এলাকার মো. দেলোয়ার মোল্লার ছেলে মুছা মোল্লা (২৮)। তাদের মধ্যে রিয়াদ উদ্দিন মিয়া ঘটনাস্থলে এবং মুছা মোল্লা চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চিরিংগা হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে মাদারীপুর থেকে মোটরসাইকেলযোগে কক্সবাজার বেড়াতে এসেছিলেন রিয়াদ উদ্দিন মিয়া ও মুছা মোল্লা। গতকাল শনিবার সকালে তারা কক্সবাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। বেলা সাড়ে ১১ টার দিকে তারা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ইসলামনগর দরগামোড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মিনি ট্রাক (পিকআপ) তাদের চাপা দেয়। ঘটনার পরপরই স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে হাসাপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াদ উদ্দিন মিয়াকে মৃত ঘোষণা করেন। অপর গুরুতর আহত মুছা মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। একইদিন বিকালের দিকে চট্টগ্রাম নগরের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় অপর যুবক মুছা মোল্লা।
চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, দুর্ঘটনাকবলিত মিনি ট্রাক (পিকআপ) ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।