চকরিয়ায় পিকআপের ধাক্কায় ২ যুবক নিহত

1

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় বিয়ের অনুষ্ঠান শেষ করে ট্রলিতে করে মালামাল নিয়ে পেকুয়ায় ডেকোরেশনের দোকানে ফিরছিলেন ২ যুবক। মাঝপথে পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।
গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে কোনাখালী ইউনিয়নের মরংঘোনা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ২ যুবক হলেন পেকুয়া সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিলাছুরা এলাকার মো. মহি উদ্দিনের ছেলে মো. সেলিম (২৩) ও একই ইউনিয়সের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মেহেরনামা বাজারপাড়ার হারুন রশীদের ছেলে মো. রুবেল (২৭)।
পেকুয়া সদর ইউনিয়নের ইউপি সদস্য মেম্বার আবু ছালেক বলেন, শুক্রবার কোনাখালী ইউনিয়নে একটি বিয়ের অনুষ্ঠান শেষ করে রাত সাড়ে ১২টার দিকে ডেকোরেশনের মালামাল নিয়ে ট্রলিতে করে পেকুয়ায় ফিরছিলেন কর্মচারী রুবেল ও সেলিম। মরংঘোনা ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছলে চকরিয়া থেকে পেকুয়া অভিমুখি একটি বেপরোয়া গতির পণ্যবোঝাই পিকআপ তাদের ট্রলিকে ধাক্কা দেয়। এ সময় গাড়ি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ২ যুবক।
চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, শুক্রবার রাতে দুর্ঘটনাস্থল থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার করা হয়। শনিবার সকালে আইনি প্রক্রিয়া শেষ করে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ওসি আরও বলেন, দুর্ঘটনার পরপরই পিকআপটি পালিয়ে যায়। তাই গাড়িটি ও তার চালক হেলপার কাউকেই আটক করা সম্ভব হয়নি।