চকরিয়া প্রতিনিধি
চকরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের পৃথক আভিযানিক দল গতকাল বৃহস্পতিবার ভোররাত থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন চকরিয়া পৌরসভার কাহারিঘোনা মৌলভী আবুল হোসাইন পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে আব্দুল আলীম (৪০), বরইতলী ইউনিয়নের ফতেহ আলী সিকদার পাড়া এলাকার মৃত নুরুল কবিরের ছেলে ইকবাল কবির (৩৮), পৌরসভার হালকাকারা জালিয়া পাড়া এলাকার মোহাম্মদ হাশেমের ছেলে মোহাম্মদ তারেক (২২), পৌরসভার মাস্টার পাড়া এলাকার ছৈয়দ আলমের ছেলে রুহুল কাদের (২৭) ও পুকপুকুরিয়া বড়পাড়া এলাকার মৃত ইউছুফ নবীর ছেলে আনসারুল ইসলাম খোকন (৩৩)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫ জন পরোয়ানাভুক্ত আসামিকে বৃহস্পতিবার দুপুরে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কাছে সোপর্দ করা হয়েছে। অপরাধীদের ধরতে পুলিশের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।