চকরিয়া প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১৬ আসামিকে গ্রেপ্তার করেছে। গত বুধবার দিবাগত রাত ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া, উপরিদর্শক (এসআই) ফরহাদ রাব্বি ইষান, এসআই সনজীব কুমার পাল, এসআই আবুল খায়ের, এসআই আব্দুল হান্নান, এসআই রাজীব কুমার সাহা, এএসআই পারভেজ মাহামুদ, এএসআই জসিম উদ্দিন, এএসআই দেব মজুমদার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান চালায়।
গতকাল বৃহস্পতিবার বিকালে থানা পুলিশের পক্ষ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুরাজপুর এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে আব্দুল কাইয়ুম (৩২), খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দরগাহ পাড়া এলাকার মোহাম্মদ কালুর ছেলে মিজানুর রহমান (৩৪), সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভিলিজার পাড়া এলাকার আমির হোসেনের ছেলে শহিদুল ইসলাম আজাদ (২৯), কাকারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের এসএমচর এলাকার মৃত এমএ রশিদের ছেলে অহিদুজ্জামান (৪৫), হারবাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুস সালামের ছেলে জমির উদ্দিন (৫৫), একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কলাতলী এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে জহিরুল ইসলাম মানিক (৩৭), চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মগবাজার সালাম মাস্টারপাড়া এলাকার আবু তাহেরের ছেলে আব্দুল জলিল (৩৪), সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ভিলিজার পাড়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে আব্দুর রহিম (৫৩), চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্যারচর সিকদারপাড়া এলাকার মৃত নবাব মিয়ার ছেলে তৌহিদ হোসেন চৌধুরী (৫৪), লক্ষ্যারচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর লক্ষ্যারচর ছিকলঘাট এলাকার মৃত ইসমাইল চৌধুরীর ছেলে সোহরাব হোসেন প্রকাশ নান্নু মেম্বার (৪৫), চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিনামারা এলাকার মৃত সিরাজুল হকের ছেলে হেলাল উদ্দিন (৪৭), একই ওয়ার্ডের নিজপানখালী এলাকার আনন্দ বড়ুয়ার ছেলে বিপ্লব বড়ুয়া, চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মগবাজার এলাকার আবুল কাশেমের ছেলে হাসান আল বছরী (৪৭) ও একই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিনামারা এলাকার মৃত বীর ভদ্র বড়ুয়ার ছেলে বাবুল বড়ুয়া (৫৮)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফ উদ্দীন শাহীনের নির্দেশনায় চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।