চকরিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ হারালেন যুবক

2

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাকের হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার পশ্চিম ঢেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে নিহত যুবক জাকের হোসেন ঢেমুশিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ছয়কুড়িটিক্কা এলাকার আবদুল কাদেরের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালে ঢেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার পাশে ছুরিকাঘাতে আহত অবস্থায় জাকেরকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতাল নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাকের হোসেনের পিতা আবদুল কাদের জানান, আমাদের সাথে কারো শত্রুতা নেই। কেন দিন-দুপুরে আমার ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে, তা জানি না।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াসিন মিয়া জানান, নিহত যুবকের পাঁজরের বাম পাশে ও উরুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।