চকরিয়া প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কে একটি বড় ও একটি ছোট কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে উভয় চালকসহ চারজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা সোয়া ১১ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিং ভং বনবিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, শুক্রবার বেলা সোয়া ১১ টার দিকে মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের রিং ভং বনবিট এলাকায় দুইটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় কাভার্ডভ্যান দুইটি সড়কের পাশের খাদে পড়ে গিয়ে দুই গাড়ির চালক-হেল্পারসহ চারজন আহত হয়। বিষয়টি হাইওয়ে পুলিশ অবগত হওয়ার পর পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
ওসি আরও বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।